পূর্বধলায় বিএনপি’র আহবায়কসহ আটক ১৩

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , এপ্রিল ৮, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৭এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার পূর্বধলা বাজারে হুদা মার্কেট হতে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, পূর্বধলা উপজেলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার (৫২), সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান তালুকদার (৬৬), সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ (৬০), সাবেক সহ-সভাপতি আঃ গফুর (৬৫), জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম (৭০),

উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ (৫২), যুগ্ম আহবায়ক আবুল হাসনাত (৫৩), শাকিল হায়াত খান বাদশা (৪৪), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান কবীর (২৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ জহিরুল ইসলাম (৩৪), মোঃ রফিকুল ইসলাম (৩৫), সেলিম (২৮) ও এনায়েত হোসেন (২৩) ।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত ৮ এপ্রিল শনিবার অবস্থান কর্মসূচি উপলক্ষ্যে শুক্রবার (৭এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পূর্বধলা বাজারস্থ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর ব্যক্তিগত অফিসে ওই নেতাকর্মীরা দেশ বিরোধী ষড়ষন্ত্র বিশেষ করে সরকার পতনের উদ্দেশ্যে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস ও নাশকতা সৃষ্টি লক্ষ্যে গোপন বৈঠক করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ৬টি ককটেল, বেশ কিছু লোহার পাইপ ও লাঠি সোটাসহ তাদেরকে আটক করা হয়।এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা রুজু আসামীদের আদালতে প্রেরণ করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com