পূর্বধলায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, বাসে অগ্নিসংযোগ


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাসের ধাক্কায় শাকিল মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। আজ বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৭ টায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া পাঁকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা বাসটিতে অগ্নি সংযোগ দিয়ে পুড়িয়ে দেয়। নিহত শাকিল উপজেলা পূর্বধলা সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার ঢাকা থেকে ছেড়ে (পূর্বধলা) সেহলাগামী ডিলাক্স পরিবহন নামে একটি বাস (ময়মনসিংহ-ব-১১-০১৬৮) পূর্বধলার দিকে আসছিল। সকাল সাড়ে ৭ ঘটিকার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদ সংলগ্ন এলাকায় বিপরীতমুখী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি ধুমড়েমুছড়ে যায়। এতে ইজিবাইক চালক শাকিল মিয়া (১৭), আরোহী হালান চন্দ্র বর্মন (৪৫), আরাধন চন্দ্র দাস (৪০) ও অজ্ঞাত এক যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদুর্ঘটনায় শাকিল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাসটিতে আগ্নি সংযোগ দেয়। বাসে আগ্নি সংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বাস ও ইজিবাইক সংঘর্ষের সাথে সাথেই বাসের চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাস ও ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে।