পূর্বধলায় বাড়ি-ঘরে হামলা ও মারপিটের অভিযোগ

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , এপ্রিল ১৫, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় মোবারক হোসেন নামে এক ব্যক্তির বাড়ি বেড়া ও গোয়াল ঘর ভাংচুর এবং মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় রুহুল আমীন গংদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার হোগলা ইউনিয়নের পাগলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমীন ওই পাগলাকান্দা গ্রামের মৃত মুনসুর আলী’র ছেলে। এবিষয়ে মোবারক হোসেনের স্ত্রী শাহীনা আক্তার বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন।

সরেজমিনে গিয়ে অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, হোগলা মৌজায় ১০৭ নং দাগে ২০ শতক ভূমি মোবারক হোসেনের বসতবাড়ি বিদ্ধমান রয়েছে। যুগযুগ ধরে পূর্ব পুরুষের ধারাবাহিকতায় মোবারক হোসেন গং উক্ত ভূমি ভোগ দখল করে আসছে। চূড়ান্ত বি,আর,এস রেকর্ডে জমিটি ১ নং খাস খতিয়ানের অন্তর্ভূক্ত হয়ে যাওয়ায় প্রতিপক্ষ রুহুল আমীন ১৯৮৯ সনে কবুলিয়ত আনেন এবং তখন থেকেই জায়গাটি খালি করার জন্য মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন হামলা ও মামলা পরিচালনা করে আসছে। কিন্তু মোবারক হোসেন প্রতিপক্ষের কবুলিয়তের ২ বছর পূর্বে ১৯৮৭ সনে স্বপক্ষে উক্ত জমির ডিক্রী প্রদর্শন করেন। মোবারক হোসেন বাড়িতে না থাকায় গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রুহুল আমীন গং সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোবারক হোসেনের বসতঘরের পাশে টিনের একটি ছাপরা গোয়ালঘর ভাংচুর করে বাড়ি বেড়ার টিন খুলিয়া নিয়ে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। মোবারক হোসেনের স্ত্রী শাহিনা আক্তার বাঁধা প্রদান করিলে রুহুল আমীন গং শাহীনা আক্তারকে চুলের মুঠি ধরিয়া মারপিট করে শ্লীলতাহানী করে এবং খিল ঘুষি মেরে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ৯০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

এবিষয়ে প্রতিপক্ষ রুহুল আমীনের কাছে জানতে চাইলে, তার উপর আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। তবে বেড়া খুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com