পূর্বধলায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মোঃ রুয়েল মিয়া (১৮) নামে এক যুবক গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই নয়াপাড়া গ্রামের ট্রাক চালক মোঃ ইদ্রিছ আলী’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুয়েল তার বাবার সাথে ট্রাকের হেল্পারের কাছ করতো। তার মা অন্যত্র বিবাহ করার ফলে দাদি’র কাছে থাকতো রিয়েল। হঠাৎ করে দাদির কাছে নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না করে। তার দাদি সকালে মোবাইল কিনে দেওয়ার প্রতিশ্রæতি দেয়। কিন্তু সবার অজান্তে রুয়েল তাদের বাড়ির পাশে রমেন্দ্র নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘরে আড়ার সঙ্গে গামছা পেচিয়ে আত্মহত্যা করে। জানতে পেরে তার পিতা ইদ্রিছ আলী তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুয়েলকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ সুরতহাল ও আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।