পূর্বধলায় ফাঁসিতে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে তুতি গোস মান্দা (৫৭) নামে এক ব্যক্তি আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ অক্টোবর) দিবারাত সোয়া ১২ টায় উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই কালিহর জোয়ারদারপাড়া মৃত নগেন্দ্র গাগ্রা এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন তুতি গোস মান্দা (ভিকটিম) এর স্ত্রী তারা মানকিন পাশের বাড়ীতে প্রতিদিনের ন্যায় প্রার্থনা করিতে যায়। প্রার্থনা শেষে ইং ২০/১০/২৩ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় বসত ঘরে প্রবেশ করিয়া ভিকটিমকে বসত ঘরের বাশের আড়ার সাথে গলায় প্লাস্টিকের রশি দিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। ভিকটিমের স্ত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসিয়া ভিকটিমকে ঝুলন্ত অবস্থা থেকে রশি কেটে নামিয়ে রাখে। সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তুতি গোস মান্দা (৫৭) নামে এক ব্যক্তি আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভিকটিম মানসিক অসুস্থ ছিল।