পূর্বধলায় ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে শাহানা আক্তার (২২) নামে এক নারী আত্মহত্যা করেন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী পশ্চিমপাড়া গ্রামে নিজ বসত ঘরে শ্বাশুড়ি সেলিনা আক্তার তাকে ঝুলতে দেখে। তিনি ওই বিশকাকুনী ইউনিয়নের মোঃ উজ্জল মিয়া স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ৩টার দিকে শাহানা আক্তার (২২) দুপুরের খাবার খেয়ে নিজ বসত ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যা অনুমান ৭ টায় সময় ভিকটিমের শ্বাশুড়ি সেলিনা আক্তার ভিকটিমকে ডাকতে গেলে কোন সারা না পেয়ে প্রতিবেশী মরিয়ম কে নিয়ে ভিকটিমের ননদ তন্নীকে দিয়ে দরজার উপরের ফাঁকা জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করাইলে উক্ত তন্নী শাহানা আক্তার কে ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয় এবং ভিতর থেকে দরজা খুলে দেয়। বাড়ির লোকজন ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পায় শাহানা আক্তার সুতির ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করিয়াছে। স্থানীয় চেয়ারম্যান থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আইনগত ব্যবস্থা নেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই সানোয়ার হোসেন কে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।