পূর্বধলায় প্রেসক্লাব’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক আমানুর রশিদ খান জুয়েল

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , ডিসেম্বর ৩, ২০২২
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিশিষ্ট সমাজ সেবক আমানুর রশিদ খান জুয়েল

পূর্বধলা প্রতিনিধি: পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল। শুক্রবার (২ ডিসেম্বর ) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান। এ সময় প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল’র সাথে ছিলেন, রেজাউল করিম জুয়েল, এটিএম শামছুর সিরাজ রিয়েল, ফয়জুর রহমান ঝন্টু, একেএম সরোয়ার জাহান রাসেল, রেজাউল করিম লেলিন, মোখলেছুর রহমান, মুনতাসির মাসুম খান ফাহিম প্রমূখ।

মতবিনিময় সভায় আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল পূর্বধলা প্রেসক্লাব এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সাথে চা চক্রে মিলিত হন। এসময় আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে গণমানুষের কথা তুলে ধরার অনুরোধ জানান এবং তিনি পূর্বধলা প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতায় সব সময় পাশে থাকবেন বলে জানান। প্রবাসী জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারলেই জীবন যাত্রার মান এগিয়ে যাবে।

এসময় মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য জাকির আহমেদ খান কামাল, প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, পূর্বধলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ আল মুনসুর, মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান, দৈনিক ভোরের ডাকের সাংবাদিক শফিকুল ইসলাম খান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com