পূর্বধলায় প্রাথমিক শিক্ষক সমিতি’র কমিটি গঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ নতুন কমিটিতে কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামালকে সভাপতি ও আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নয়ন মিয়াকে সাধারণ সম্পাদক এবং খলিশাউড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান এ কমিটির অনুমোদন দেন । ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে নতুন কমিটির সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ কমিটির পরিচিত তোলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন সদ্য ঘোষিত কমিটির সভাপতি জাকির আহমদ খান কামাল, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শফিকুল আলম শাহীন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা প্রমুখ।