পূর্বধলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , এপ্রিল ২৩, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ধলা যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। আজ রবিবার (২২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী গ্রামে ওই প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝাঁকজমক ভাবে অনুষ্ঠানটি পালিত হয়। এসময় মরণোত্তরদের প্রাক্তন শিক্ষার্থীর প্রতিনিধি ও জীবদ্দশায় প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটগরিতে মোট ২৯ জনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়েছে এবং কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘শিখর’ নামের একটি প্রকাশনা বিতরণ করা হয়।

উক্ত বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে এবং শিক্ষক, প্রেসক্লাবের সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ জায়েজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনে এমপি জাকিয়া পারভীন খানম মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব ড. শাহ হেলাল উদ্দীন।
অন্যান্যদের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সম্পাদক মন্ডলীর সভাপতি এমএ আজিজুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন প্রমুখ।

বক্তারা বিদ্যালয়টির স্মৃতিচারণ করে বলেন, ধলা যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ডাঃ মিয়া শরীফ উদ্দিন ও আব্দুল কাদির। তাছাড়াও বিদ্যালয়ের পূর্বের এবং বর্তমানের অবস্থা বর্ণনা করেন। এমনকি উক্ত বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা শেষ করে অন্য প্রতিষ্ঠানে পড়াশুনা শেষ করে দেশে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ন পদে নিয়োজিত আছেন অনেক প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কর বিতরণ করা হয়েছে।

যাঁরা সম্মানিত হলেন, ধলা যাত্রাবাড়ী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মিয়া শরীফ উদ্দিন, মরহুম প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, ড. নূরুল ইসলাম, মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, এমপি জাকিয়া পারভীন খানম মনি, নূর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মাস্টার, মরহুম আব্দুর রাজ্জাক, কুলসুম বেগম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মালেক, শহীদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মরহুম মজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মরহুম শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিকুর রহমান তাপসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা গাজী সেকান্দর, সহকারী অধ্যাপক মোহা. মামুন অর রশীদ, কৃষিবিদ মুহা. হারুন অর রশীদ, ডা: সাদিয়া রহমান, উদীয়মান রাজনীতিবিদ মোঃ আজিজুল হক সোহেল, আনসার ভিডিপি প্রশিক্ষিকিকা মোসাম্মৎ মাসুদা সুলতানা রিপা, সফল কৃষক আব্দুল মালেক মঞ্জুল, মোঃ নাজিম উদ্দিন. হাফেজ মোঃ বিল্লাল হোসেন, আজহারুল ইসলাম সুমন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com