পূর্বধলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ সম্পন্ন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৩ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় পূর্বধলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনীর আয়োজন করে।
এ উপলক্ষে প্রদর্শনী প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে উপ-সহকারী কৃষি রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন জাহিদুল ইসলাম সুজন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এম.এম.এ আউয়াল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা (সুমি আকন্দ), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা মৎস্য অফিসার মোঃ সারোয়ার হোসাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জোবায়ের আল মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, পূর্বধলা দুগ্ধ খামার মালিক সমিতির উপদেষ্টা সফল ডেইরি খামারি সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর, পূর্বধলা দুগ্ধ খামার মালিক সমিতির সভাপতি আল আমিন মাহমুদ প্রমুখ। এসময় একটি রেলি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রদর্শনীতে ৩৪টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী সম্পদ প্রদর্শন করা হয় এবং প্রদর্শনীতে উপস্থিত কোমলমতি শিশুদের ডিম ও দুধ পান করানো হয়। পরে বক্তারা মেধাবী জাতি গঠন করতে হলে দুধ, মাংস, ডিম খাওয়ার কোন বিকল্প নেই, তাই প্রতিটি বাড়িতে স্ব স্ব উদ্যোগে গরু, হাঁস, ও মুরগীর খামার গড়ে তুলার আহ্বান জানায়। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী খামারিদের পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়।