পূর্বধলায় প্রধানমন্ত্রীর উপহার পেল আরো ১৭ পরিবার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের ঠিকানা হিসেবে ৪র্থ পর্যায়ে নেত্রকোনার পূর্বধলায় আরো ১৭ ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাওয়ার মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূর্বধলাসহ দেশের ১৫৯ উপজেলায় ঘর বিতরণ উদ্বোধন ও ভূমিহীন এবং গৃহহীনমুক্ত ঘোষণার পরপরই স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্বধলা উপজেলায় ১৭ পরিবারের মাঝেআনুষ্ঠানিক ভাবে ঘরের দলিল সহ চাবি হস্তান্তর করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিকনূর, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা
সমাজসেবাকর্মকর্তা মোঃ মহিবুল্লাহ হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ মালেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, ইউপি চেয়ারম্যান রেজওয়ানুর রহমান রনি , ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন প্রমূখ।