পূর্বধলায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , ডিসেম্বর ৭, ২০২৩

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় বাকপ্রতিবন্ধী শিশু (৮) কে ধর্ষণের অভিযোগে মোঃ আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার, মোঃ আবু তাহের ওই পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মৃত ঝাটু চৌকিদারের ছেলে এবং পেশায় একজন ঘটক। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম।

মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটির মা সীম জাতীয় তরকারি আনতে আবু তাহেরের বোনের নিকট শিশুটিকে পাঠায়। বাড়ি ফাঁকা থাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ঘটক আবু তাহের। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে নিয়মিত মামলা রুজু করা হয়। পরে পুলিশের চৌকস অভিযানে আজ বৃহস্পতিবার আবু তাহের গ্রেপ্তার হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে বৃহস্পতিবার আসামী গ্রেপ্তার করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com