পূর্বধলায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় বাকপ্রতিবন্ধী শিশু (৮) কে ধর্ষণের অভিযোগে মোঃ আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার, মোঃ আবু তাহের ওই পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মৃত ঝাটু চৌকিদারের ছেলে এবং পেশায় একজন ঘটক। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম।
মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটির মা সীম জাতীয় তরকারি আনতে আবু তাহেরের বোনের নিকট শিশুটিকে পাঠায়। বাড়ি ফাঁকা থাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ঘটক আবু তাহের। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে নিয়মিত মামলা রুজু করা হয়। পরে পুলিশের চৌকস অভিযানে আজ বৃহস্পতিবার আবু তাহের গ্রেপ্তার হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে বৃহস্পতিবার আসামী গ্রেপ্তার করা হয়েছে।