পূর্বধলায় প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি নিহত
পূর্বধলা, (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় প্রতিপক্ষের মারপিটে রবিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মেঘশিমুল পশ্চিমপাড়া নঈমুদ্দিনের বাড়ীর পাশে রাস্তার উপর এ ঘটনা ঘটে। নিহত রবিকুল ইসলাম হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে রবিকুল মোটরসাইকেল আরোহী হয়ে নিজ বাড়ি হতে পূর্বধলা যাওয়ার পথে মেঘশিমুল পশ্চিমপাড়ায় নইমুদ্দিনের বাড়ির পাশে প্রতিপক্ষ হৃদয় মিয়া গং গতিরোধ করে বেধকমারপিট করে। শিবপুর গ্রামের মৃত হেকিম আলীর ছেলে দুলাল মিয়া হুকুমে হৃদয় মিয়া গং হাতুড়ি দিয়া চার হাত-পা ভেঙ্গে রবিকুল কে গুরুতর জখম করে এবং প্রতিপক্ষের অন্যান্যরা দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। জখমী রবিকুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। হৃদয় মিয়া মেঘশিমুল গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।