পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় প্রতিপক্ষ মো: রতন মিয়া (৩২) গংদের হামলায় বসতবাড়ি ভাংচুর, লুটপাট, আবাদী জমি পতিত রাখা ও আন্ত:স্বত্বা নারীর গর্ভপাতের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে এ সংবাদ সম্মেলন করেন ভূক্তভূগী পরিবারের সদস্য মোঃ মজিবুর রহমান মানিক। মোঃ মজিবর রহমান ওই বড়রুহী গ্রামের মোঃ আব্দুল হাই এর ছেলে। এসময় স্থানীয় জেলা ও উপজেলার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো: মজিবর রহমান লিখিত বক্তব্য পাঠ করে জানান, একই গ্রামের প্রতিপক্ষ আবুল হাছেন এর ছেলে মো: রতন মিয়া ও নয়ন মিয়া’সহ ১০ জন জমি সংক্রান্ত বিরুধের জেরধরিয়া গত ১৯ জানুয়ারী শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকার দিকে কথা কাটাকাটির সৃষ্টি করে মজিবর রহমানের বাড়ীতে অনধিকার প্রবেশ করে মজিবর রহমান ও তার পিতা মো: আব্দুল হাই, মা মোছাঃ জুবেদা খাতুন এবং ছোট ভাইয়ের স্ত্রী মোছাঃ সুরমা আক্তার কে ধারালো অস্ত্র ও লাটিসোটা দিয়া মারপিট গুরুতর জখমপ্রাপ্ত করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন মোছাঃ সুরমা’র গর্ভে থাকা ৮ মাসের শিশুর গর্ভপাত ঘটে।
পরে ২৩ জানুয়ারী বিকালে প্রতিপক্ষ মো: রতন মিয়া (৩২) গং মজিবর রহমানের বসতবাড়ীতে ব্যাপক ভাংচুর করে ও বসতঘরের ট্রাংকে থাকা নগদ ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা নিয়া যায় এবং একটি সেচমোটর ও একটি সেচের সেলু মেশিন নিয়া যায়। যার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা। যার ফলে আবাদি জমি পতিত রয়েছে। এমনকি বসতঘরের সুকেচে রক্ষিত শাড়ী কাপড় সহ অন্যান্য কাপড় ছোপড় যার অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা নিয়া যায়।
এ ঘটনায় মজিবর মিয়া বাদী হয়ে ২৯ জানুয়ারী তারিখ বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দায়ের করিলে প্রতিপক্ষের লোকজন জামিনে মুক্তি পাইয়া ০৫ ফেব্রুয়ারী সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমাদের বসত বাড়ীর উঠানে দাড়াইয়া মজিবর রহমান ও তার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।
এঘটনায় ভূক্তভোগী পরিবার আইনের সহযোগীতা কামনা করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।