পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূর মৃত্যু, আটক ৫
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ছেলেকে মারপিটের বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ছালেমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহতে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাত ১১ ঘটিকার সময় উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামে স্বামীর বাড়িতে ছালেমা খাতুন মারা যান। নিহত ছালেমা খাতুন ওই বাড়হা উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুল বারেক এর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারী বিকেলে নিহত ছালেমা খাতুনের ছেলে রাখেল (১০) প্রতিবেশী বাচ্চাদের সাথে বাড়ির পূর্বপাশে মাঠে গোল্লাছুট খেলাতে গিয়ে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রমজান ওরফে জুনাইদেও সাথে ঝগড়া হয়। উক্ত ঝগড়াতে মানিক মিয়ার ছেলে শাহিন মিয়া আগাইয়া আসিয়া রাখেলকে চর-থাপ্পর মারে। রাখেল বিষয়টি তার মা ছালেমা খাতুনকে জানালে, তিনি ছেলেকে মারপিটের বিচার চাইতে প্রতিবেশীর হেলাল উদ্দিনের বাড়িতে যান। তখন প্রতিবেশী হেলালের স্ত্রী খাদিজা ঝাড়ু দিয়া ছালেমা খাতুনকে মারপিট আরম্ভ করে এবং মানিক মিয়ার ছেলে শাহিন, মোসলেম উদ্দিনের ছেলে আলাল ও হেলালসহ কয়েকজন এলোপাথারি কিল, ঘুসি, লাথি মারিয়া ছালেমা খাতুনকে জখম করে। স্থানীয়রা তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে ছালেমা খাতুনকে হাসপাতাল হতে ছাড়পত্র দেওয়া হলে নিজ বাড়িতে গিয়ে বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় বুকের ব্যাথা উঠে মারা যান। ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৫ জনকে গ্রেপ্তার করেন । এ বিষয়ে নিহতের পিতা সাজত আলী বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রতিপক্ষের মারপিটের ঘটনায় আহত ছালেমা খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পিতা বাদী সাজত আলীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় নারীসহ ৫ জনকে গ্রেপ্তার। সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।