পূর্বধলায় প্রতিপক্ষের মারপিটে এক নারী আহত
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় গাছের আম কুড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে হুরে মদিনা (৩২) নামে এক নারী গুরুত্ব আহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের নৈগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। আহত হুরে মদিনা, ওই নৈগাঁও সাকিনে মোঃ শাহীন মিয়ার স্ত্রী। এবিষয়ে শাহীন মিয়া প্রতিবেশী মৃত পাঞ্জর আলীর ছেলে মোঃ আঃ রাশিদ (৫৫) সহ ৬ জনের নামে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, শাহীন মিয়ার গাছের আম কুড়ানো দিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ আঃ রাশিদ তার স্ত্রী ও মেয়েদের নিয়ে হুরে মদিনাকে মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হুরে মদিনার স্ত্রী শাহীন মিয়া এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।