পূর্বধলায় প্রতিপক্ষের মারপিটে এক নারী গুরুতর জখমপ্রাপ্ত, থানায় মামলা

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ , জানুয়ারি ১৪, ২০২৪

পূর্বধলা (প্রতিনিধি) নেত্রকোণা: নেত্রকোণার পূর্বধলায় হাঁস বাড়িতে প্রবেশ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোঃ আরিফ হাসান (৩০) গংদের অস্ত্রের আঘাতে মোছাঃ জেসমিন (৩৭) নামে এক নারী গুরুতর জখমপ্রাপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বেলা ১ ঘটিকার সময় উপজেলার খলিশাউড় চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত, জেসমিন- ওই চকপাড়া গ্রামের মোঃ মানিক মিয়ার স্ত্রী এবং প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা। এবিষয়ে পূর্বধলা থানায় একটি মামলা রুজু করা হয় ।

মামলার বরাত দিয়া জানা গেছে, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলিয়া আসছিল। বৃহস্পতিবার দুপুরে মানিক মিয়ার ৪ টি হাঁস প্রতিপক্ষ দুলাল মিয়ার ছেলে মোঃ আরিফ হাসানের বাড়িতে চলে গেলে আরিফ হাসান মানিক মিয়ার স্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ আরম্ভ করে। মানিক মিয়ার স্ত্রী জেসমিন আরিফ হাসানকে বাঁধা নিষেধ করিলে, আরিফ হাাসানে হাতে লোহার দা দিয়া কুপ মারিয়া জেসমিনের নাকে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। পরে আরিফ হাসানের ভাই শরীফ মিয়া এবং আরিফ হাসানের বাবা দুলাল মিয়া লোহার রড ও বাঁশের লাটিসোটা দিয়া বাইরাইয়া জেসমিনকে কোমড়ে নীলাফুলা বেদনাদায়ক জখম করে এবং আরিফ হাসান জেসমিনের পরনের কাপড় টানিয়া শ্লীলতাহানী করে। আঘাতপ্রাপ্ত হইয়া জেসমিন মাটিতে পড়ে গেলে, দুলাল মিয়ার স্ত্রী হাসিনা বেগম জেসমিনের গলায় থাকা আধা ভরি ওজরে স্বর্ণের চেইন ছিনিয়া নিয়া ৪৪০০০/- টাকার ক্ষতিসাধন করে। ঘটনার সংবাদ পাইয়া এ অবস্থায় মানিক মিয়া জেসমিনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা একটি এজহার দায়ের করেন।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রতিপক্ষের মারপিটের ঘটনায় জখমী মোছাঃ জেসমিনের স্বামী মানিক মিয়া একটি এজহার দায়ের করেন। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com