পূর্বধলায় পুলিশের উদ্যোগে গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ , এপ্রিল ১০, ২০২২
পুলিশের উদ্যোগে গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : গণভবন থেকে আজ রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ পুলিশের উদ্যোগে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত ভার্চুয়ালি অনুষ্ঠানে পূর্বধলা থানা পুলিশ যুক্ত হয়ে একটি গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত ঘর হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি’র পূর্বধলা জোনাল’র এজিএম মোঃ ফরহাদ মিঞা, এএসআই রোজিনা, ওয়ার্ল্ড ভিশন পূর্বধলা শাখার প্রোগ্রাম অফিসার মানসী মোদক প্রমুখ।

এছাড়াও নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর উপকারভোগী জেসমিন আক্তার, ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে ভূমি ও ঘর পাওয়া উপকারভোগী আয়েশা খাতুন উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হচ্ছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। গৃহহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্তা নারী, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম, অতিবৃদ্ধ ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন পরিবার অথবা অসহায় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com