পূর্বধলায় পুকুরে ভাসমান অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পুকুর ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মহিলা (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় উপজেলা ধলামূলগাঁও ইউনিয়নের কুড়িকুনিয়া গ্রামের মসজিদের পুকুর থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই তিন দিন ধরে শরীরে ও গলায় বিভিন্ন ধরনের তাবিজ পরিহিত অজ্ঞাতনামা এক মহিলাকে ঘুরাফিরা এবং ভিক্ষা করতেও দেখা গেছে। শনিবার ফজরের নামাজের সময় মুসল্লিরা একজন মানুষকে পুকুরের পাড়ে বসে থাকতে দেখে। নামাজ শেষে মানুষটিকে দেখতে না পেয়ে এলাকাবাসী খোঁজাখোঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে সে একজন মানসিক বিকারগ্রস্থ। এবিষয়ে পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের জন্য কাজ চলমান এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের হেফাজতে লাশ দাফন করা হবে।