পূর্বধলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মালবাহী পিকআপের ধাক্কায় তাবলীগ জামাতের আমীর আব্দুল মোতালেব শেখ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা আড়াইটায় দিকে নেত্রকোনা-পূর্বধলা সড়কে সিন্দুরাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল মোতালেব শেখ উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের সিন্দুরাটিয়া গ্রামের মরম আলী শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে আব্দুল মোতালেব শেখ নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী নারায়নডহর বাজারে যাচ্ছিলেন। এসময় পূর্বধলা-নেত্রকোনা সড়কে নিজ বাড়ির কাঁচা রাস্তা হতে পাঁকা রাস্তায় উঠার সময় পূর্বধলা থেকে মালবাহী একটি পিকআপে সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ পিকআপটি আটক করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সুরতহার রিপোর্ট শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।