পূর্বধলায় পারিবারিক কলহের জেরধরে গৃহবধূর আত্মহত্যা
মোঃ আল মুনসুর: নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁসিতে ঝুলে জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার (২১ মে) বেলা আড়াই টায় উপজেলার হোগলা ইউনিয়নের সেহলারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস ওই সেহলারচর গ্রামের ছোরমান খা’র স্ত্রী।
পুলিশ জানায়, নিহত জান্নাতুলের শ্বশুর হাশেম খা বাড়িতে মোটরের পানি ব্যবহার করিবেনা মর্মে গত ১৫ দিন আগে শ্বশুর শ্বাশুড়ির সাথে ঝগড়া করে পিতার বাড়ী হালুয়াঘাট বিলজোড়া চলিয়া যায়। গত তিন দিন পূর্বে শালিশ বৈটকের মাধ্যমে জান্নাতুল শ্বশুর বাড়ীতে আসে। পূর্বের ঘটনার সূত্র ধরে শ্বশুর শ্বাশুড়ির সাথে ঝগড়া করে এক পর্যায়ে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে রবিবার (২১ মে) বেলা আড়াই টায় তাহার ব্যবহৃত সুতির ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁসিতে আত্মহত্যা করে। নিহত জান্নাতুল এক ছেলে মোস্তাকিন(৪) এক মেয়ে মরিয়ম (২) এর জননী।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল নেত্রকোনায় প্রেরন করা হবে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।