পূর্বধলায় পারিবারিক কবর থেকে ৪ টি কঙ্কাল চুরি

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২১, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় কবরস্থান থেকে একজন পুরুষ ও তিনজন নারীর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গভীররাতে অজ্ঞাত চোর বা চোরেরা উপজেলার গোহালাকান্দা ফকির বাড়ির পারিবারিক পুরাতন কবর খুরে কঙ্কালগুলি তুলে নিয়ে যায়। এতে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

কঙ্কালগুলোর পরিচয়, আনোয়ার হোসেন কাশেম ফকির তিনি প্রায় ১৮ মাস পুর্বে মৃত্যুবরন করেন, ফাতেমা বেগম তিনি প্রায় ২ বছর আগে মৃত্যু বরন করেন, রেনু বেগম তিনি প্রায় ২ বছর ৬ মাস পুর্বে মৃত্যুবরণ করেন, জমিলা খাতুন তিনি প্রায় ৭ মাস পূর্বে মৃত্যুবরণ করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা কদম ফুল পারতে গিয়ে দেখে চারটি কবর স্থান খুড়া। পড়ে শিশুরা তাদের অভিভাবকদের জানালে তারা এসে দেখতে পায় কবর খুড়া কিন্তু কবরে লাশ নেই। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানানে, থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান সঙ্গীয়ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কঙ্কাল চুরির বিষয়টি শুনে সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন। রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলমান। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com