পূর্বধলায় পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে খুন


পূর্বধলা (নেত্রকোনা) নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলায় দোকান বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আহত নজরুল ইসলাম (৩৫) মারা গেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নজরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের আক্কাস আলী ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে নজরুল ইসলাম প্রায় দেড় বছর পূর্বের মুদির দোকানের বাকির ২০০ টাকা পেতো একই গ্রামের আব্দুল মালেক আকন্দ ছেলে মানিক মিয়ার (২৫) কাছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়ার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়েছি প্রতিপক্ষের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।