পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে লরি, দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , এপ্রিল ২৯, ২০২৩

মোঃ আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সূচনা ইটখলার ইট বোঝাইকৃত একটি লরি দোকানে ঢুকে পড়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টায় বাজারের রেলগেট নামক স্থানের পশ্চিমপাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসলে কোন হতাহতের ঘটনা না ঘটায় তারা চলে যায়। লরিচালক ও তার সহকারী পালিয়েছে। তবে দুটি দোকানের শার্টারের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ শনিবার বিকেল ৫ টায় রেলগেট নামক স্থানে পশ্চিম দিক হতে সূচনা ইট বোঝায়কৃত একটি লরি পূর্ব দিকে যাচ্ছিল। রেলগেইটের উচু স্থানে ইজিবাইক দাড়িয়ে থেকে যানজট সৃষ্টি করার কারণে অপ্রাপ্ত বয়স্ক চালক ভয় পেয়ে লরি ইঞ্জিন বন্ধ করে দেয়। এতে লরিটি উপরে না উঠে নিচের দিকে থাবিত হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে একুশে লাইব্রেরী ও অন্য একটি দোকানের শার্টারে আটকে রাস্তা বন্ধ হয়ে যায়।যান চলাচল ভিগ্ন ঘটলে পুলিশ ও স্থানীয় লোকজন চেইনকাপপা নামক যন্ত্র ব্যবহার করে লরিটি সরিয়ে নেন। দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লরি উল্টে যাওযার ঘটনা শুনে থানান একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে স্থানীয়দের সগযোগীতায় পুলিশ লরিটি রাস্তা হতে সরাতে স্বক্ষম হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com