পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে লরি, দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক


মোঃ আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সূচনা ইটখলার ইট বোঝাইকৃত একটি লরি দোকানে ঢুকে পড়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টায় বাজারের রেলগেট নামক স্থানের পশ্চিমপাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসলে কোন হতাহতের ঘটনা না ঘটায় তারা চলে যায়। লরিচালক ও তার সহকারী পালিয়েছে। তবে দুটি দোকানের শার্টারের ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ শনিবার বিকেল ৫ টায় রেলগেট নামক স্থানে পশ্চিম দিক হতে সূচনা ইট বোঝায়কৃত একটি লরি পূর্ব দিকে যাচ্ছিল। রেলগেইটের উচু স্থানে ইজিবাইক দাড়িয়ে থেকে যানজট সৃষ্টি করার কারণে অপ্রাপ্ত বয়স্ক চালক ভয় পেয়ে লরি ইঞ্জিন বন্ধ করে দেয়। এতে লরিটি উপরে না উঠে নিচের দিকে থাবিত হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে একুশে লাইব্রেরী ও অন্য একটি দোকানের শার্টারে আটকে রাস্তা বন্ধ হয়ে যায়।যান চলাচল ভিগ্ন ঘটলে পুলিশ ও স্থানীয় লোকজন চেইনকাপপা নামক যন্ত্র ব্যবহার করে লরিটি সরিয়ে নেন। দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লরি উল্টে যাওযার ঘটনা শুনে থানান একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে স্থানীয়দের সগযোগীতায় পুলিশ লরিটি রাস্তা হতে সরাতে স্বক্ষম হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।