পূর্বধলায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় রাস্তার পাশ থেকে আব্দুল্লাহ্ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে এলাকাবাসী। মৃত আব্দুল্লাহ্ ছোছাউড়া গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ওই শিশু সোমবার (১৬ জানুয়ারি) বিকাল চারটা থেকে নিখোঁজ ছিল। এলাকায় মাইকিং করা হয়েছে। ভোর ছয়টার দিকে এলাকাবাসী শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার মুখে, ঘাড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে। সকালে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদসহ পুলিশ, সাংবাদিক ও হাজার হাজার উৎসুক জনতা ঘটনা স্থলে ছুটে যান এবং এই ঘটনার রহস্য উদঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এবিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করি, লাশ সুরত হাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এটি হত্যাকাণ্ড কিনা জানতে চাইলে ওসি বলেন, শিশুটির শরীরে আঘাতের ছিন্ন রয়েছে, হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের রিপোর্টের পেলে তা জানা যাবে। তদন্তের কাজ অব্যাহত রয়েছে।