পূর্বধলায় নবাগত ওসি মোহাম্মদ তাজুল ইসলাম’র যোগদান
মো: আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা থানায় বুধবার (৩১ জুলাই) নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোহাম্মদ তাজুল ইসলাম যোগদান করেছেন। এর আগে তিনি নেত্রকোনা সদর সার্কেল ইন্সপেক্টর (সিআই) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, পূর্বধলা থানার ওসি’ মুহাম্মদ রাশেদুল ইসলাম এর দুর্গাপুর থানায় বদলী জনিত কারণে পদটি শূন্য থাকায় তিনি (তাজুল ইসলাম) পূর্বধলা থানায় যোগদান করেন। নবাগত অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। তিনি নেত্রকোণা মডেল থানায় কর্তব্যরত থাকাকালীন একাধিকবার শ্রেষ্ঠ অফিসার (ওসি) হিসেবে নির্বাচিত হয়ে পুরষ্কার প্রাপ্ত হন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন হাতরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করনে। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং ২ ছেলে ১ কন্যা সন্তানের জনক। তিনি জানান, পূর্বধলা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।