পূর্বধলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার যোগদান

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ , অক্টোবর ৩১, ২০২৩

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান মো: খবিরুল আহসান জুয়েল। সদ্য বিদায়ী ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স এর স্থলে সোমবার (৩০ অক্টোবর) পূর্বধলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। গত ২৫ অক্টোবর তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার এঁর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলীর আদেশে পান এবং উপজেলা নির্বাহী অফিসার পদে এটি তার প্রথম কর্মস্থল।

নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান জুয়েল, ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন । পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মো: খবিরুল আহসান জুয়েল জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে এমএস ডিগ্রী অর্জন করেন।

নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার  জানান, তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আগামী দিনগুলোতে উপজেলায় তার দায়িত্ব পালনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com