পূর্বধলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম’র যোগদান

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ , মার্চ ৯, ২০২৫

মো: আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা থানায় শনিবার (৮ মার্চ) নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোহাম্মদ নুরুল আলম যোগদান করেছেন। পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদকে সার্কেল অফিসের বদলী করায় পদটি শূন্য থাকায় পদোন্নতি পেয়ে তিনি (নুরল আলম) যোগদান করেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সরকারি তোলারাম কলেজ ( নারায়ণগঞ্জ ) হতে মাস্টার্স শেষ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। ২০২২ খ্রি তিনি মালিবাগ স্পেশাল ব্রাঞ্চে উপ পুলিশ পরিদর্শক এর  দায়িত্ব থাকা অবস্থায় পূর্বধলা থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেন। সেখান থেকে কলমাকান্দা সিধলী তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে যোগদান করেন। পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হন। ইনচার্জ থাকাকালে তিনি একাধিকবার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত ও পুরস্কৃত হন।

তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সদরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করনে। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তিনি জানান, পূর্বধলা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com