পূর্বধলায় ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলো ছাত্রলীগ


পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় অসহায় গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগকর্মীরা।করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সাতিল এর নেতৃত্বে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের ২৫-৩০ জন কর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান সাতিলের সার্বিক তত্ত্বাবধানে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সদস্যরা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।
মঙ্গলবার (০৪ মে ) উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের কৃষক হক মিয়ার জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে উপজেলায় ধান কাটা কর্মসূচির সূচনা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে কৃষক হক মিয়া খুশি হয়ে শেখ হাসিনা ও ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান সাতিল জানান, ‘দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমি বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে উপজেলার ছাত্রলীগের আওতাধীন ২৫-৩০ জনের ১টি টিমকে নিয়ে ইতোমধ্যে ধান কাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীকাল বুধবার (০৫ মে) সকাল থেকে স্ব-স্ব ইউনিটের উদ্যোগে নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি। আমারা প্রতিটি উপজেলা ছাত্রলীগকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখবো।’
পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ছাত্রলীগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ছাত্রলীগ বর্তমানে যে কাজ করছে তাদের সঙ্গে আমরাও আছি। যেকোনও প্রয়োজনে তাদের আমরা সহযোগিতা করবো।’