পূর্বধলায় ধানকাটা শ্রমিককে খুন

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ , এপ্রিল ২০, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুদু মিয়া (৫৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০এপ্রিল) সকাল ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত দুদু মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের সানকীডোয়ারী গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার (১৯এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে সানকীডোয়ারী গ্রামের নাজিম উদ্দিন স্থানীয় দুধি বাজারে ধানকাটা শ্রমিক দুদু মিয়ার কাছে আসেন তার বোরো ধান কাটাতে। দুদু মিয়া কাঠা প্রতি ৮শ’ টাকা মজুরী চাইলে ক্ষেপে যান নাজিম উদ্দিন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দুদু মিয়া বাড়ি যাওয়ার পথে নাজিম উদ্দিনের লোকজন তার গতিরোধ করে লোহার পাইপ দিয়ে দুদু মিয়ার মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দিকে শ্রমিক দুদু মিয়া হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com