পূর্বধলায় দলিল লিখক সুবোধ চন্দ্র সরকার আর নেই
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামের বাসিন্দা শ্রী সুবোধ চন্দ্র সরকার (৬৭) পরলোক গমন করেছেন। তিনি গতকাল শনিবার দিনগত রাত সাড়ে তিনটায় পূ্র্বধলা বাজারের জামতলা এলাকার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সুবোধ চন্দ্র সরকার দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেলে কালডোয়ার তার বাড়ীর পাশে কুমারখালী শ্বশানঘাটে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, সুবোধ চন্দ্র সরকার পুর্বধলা প্রেসক্লাবের সদস্য দীপক রঞ্জন সরকারের চাচা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সম্মানিত সদস্য ও পূর্বধলা সাব-রেজিস্টার অফিসের দলিল লিখক সমিতির সদস্য। সুবোধ চন্দ্র সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এছাড়া পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন পূ্র্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন, পূ্র্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা আ.লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, আজকের আরবান ডট কমের সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ কুমার চন্দ্র প্রমুখ।