পূর্বধলায় দলিল লিখক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান
মোঃ আল মুনসুর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস মিলনায়তনে দুপুরে এ আয়োজন করা হয়। আহবায়ক আব্দুস ছোবান এর সভাপতিত্বে এবং মোঃ আব্দুল মোমেন ও মোঃ আনোয়ার হোসেন সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তমাল আহমেদ, সাব-রেজিস্ট্রার (পূর্বধলা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান, সাব-রেজিস্ট্রার (মোহনগঞ্জ), মোঃ তাইজুল ইসলাম, সাব-রেজিস্ট্রার (দুর্গাপুর), মোঃ জাহিদ হাসান, সাব-রেজিস্ট্রার (আটপাড়া), কায়েদে আজম সোহাগ, সাব-রেজিস্ট্রার (মদন), লাকী পারভীন অফিস সহকারী পূর্বধলা সাব-রেজিস্ট্রার অফিস।
অনুষ্ঠানে আগামী ৩ বছরের জন্য শপথ গ্রহণ করেন, সভাপতি লুৎফর রহমান লিটন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ মিজান, সহ-সভাপতি এলকাছ উদ্দিন, সহ-সম্পাদক মো: সাহাব উদ্দিন আকন্দ আকন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, কোষাধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ, সম্মানিত সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ মাসুদ রানা, মোঃ আব্দুল কুদ্দুস। শপথ বাক্য পাঠ করান, অনুষ্ঠানের প্রধান অতিথি তমাল আহমেদ, সাব-রেজিস্ট্রার (পূর্বধলা)। শপথ শেষে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং বিশেষ গিফট দেওয়া হয়। এতে অনির্বাচিতগণও অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত সোমবার (৬ মে) সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত পূর্বধলা সাব-রেজিস্ট্রার অফিস, দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বদ্বতা করেন।