পূর্বধলায় ডিবি’র অভিযান ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ (১৫ মার্চ) বুধবার বিকালে পূর্বধলার জুগিরগুহায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা ডিবি পুলিশ (পশ্চিম)-এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ খান সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় ওসি ডিবি পশ্চিম এর সার্বিক তত্ত্বাবধানে এস আই সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জুগিরগুহা গ্রামের বৃহৎ মার মাজারের পূর্ব পাশে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার খলদবাড়ী গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ জহিরুল ইসলাম (৩২) ও নান্নু মিয়ার পুত্র জিয়াউর রহমান (৩৫)।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।