পূর্বধলায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মোঃ: শহিদ মিয়া নামে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার জামতলা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি, উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের পূর্বধলা গ্রামের মৃত মোজাফফর আলী’ র ছেলে।
পুলিশ জানায়, ২০০৪ সালের একটি ডাকাতির মামলায় শহিদ মিয়াকে পাঁচ বছরের সাজা ও ১০ হাজার টাকা অনাদায়ে ৬ মাসের সাজা বৃদ্ধি করে আদালত। সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা জামতলা এলাকায় মো. শহিদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স শহিদ মিয়াকে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।