পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে শিশুর হাত বিচ্ছিন্ন


পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে মোঃ ইয়াসিন (১১) নামে এক শিশুর বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (০১ জুলাই) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার জালশুকা রেলওয়ে স্টেশনের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে। আহত ইয়াসিন, নেত্রকোণার জেলার দুর্গাপুর উপজেলা কৃষ্ণেরচর গ্রামের মোঃ তারা মিয়া’র ছেলে।
সূত্রে জানা গেছে, শনিরার বেলা ১১. ৩০ ঘটিকার সময় ময়মনসিংহ টু জারিয়া রেললাইনে চলমান বলাকা কমিউটার ট্রেনটি জালশুকা রেলওয়ে স্টেশনে পৌঁছা মাত্রই শিশু ইয়াসিন ট্রেনে উঠার চেষ্টা করিলে ট্রেনের সাথে ধাক্কা লেগে তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে এম্বুলেন্স দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ভর্তি করা হয়েছে।