প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
পূর্বধলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় আব্দুল আলী (৮৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। আজ সোমবার (২০মার্চ) দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের উপজেলার পাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীর বাড়ী উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই গ্রামে । পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান,আব্দুল আলী স্থানীয় খলিশাউড় বাজার থেকে রেললাইন দিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন।
পথে ৩৪৫/৬-৭ নং পিলারের মাঝামাঝি পাবই নামক স্থানে রেল ব্রীজের উপর উঠলে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৪নং ডাউন ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে চিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারুন-অর রশিদ জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে।