পূর্বধলায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ , মে ৬, ২০২৩

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আজহারুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত ও আরিফ (১৭) নামের অপর এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজহারুল উপজেলার নাগাইন গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ও আহত আরিফ একই এলাকার মনজুরুল হকের ছেলে।
পুলিশ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আজহারুল তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আরিফ নামের এক আরোহীকে নিয়ে উপজেলা সদরে আসছিলেন। পথে উপজেলা সদরের ইলাশপুর চৌরাস্তা নামক স্থানে ময়মনসিংহ থেকে দুর্গাপুরগামী একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৯৮৫৪ ) ওই মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তাদেরকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আজহারুল ইসলাম মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সাথে সাথে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসলেও ততক্ষণে চালক পালিয়ে যায়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com