পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় জারিয়া-বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাকের চাপায় সমলা খাতুন (৫৫) নামে এক মহিলার মারা গেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) জারিয়া-বিরিশিরি সড়কের পূর্বধলার উপজেলার পাবই দাসপাড়া এলাকায় পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সমলা খাতুন উপজেলার পাবই দাসপাড়া গ্রামের আব্দুল হেকিম এর স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ওই নারী তার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে গাছের ঝড়া পাতা কুড়াচ্ছিলেন। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩৭৯৪১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাতা কুড়ানো নারী সমলার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পূর্বধলা থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে পূর্বধলা থানায় নিয়ে আসেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।