পূর্বধলায় ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূ্র্বধলায় ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এ সময় মোঃ মোজাম্মেল হক (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি – ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ খয়রাকুড়ি গ্রামের ছেলে ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চিনির ট্রাকটি আটক করা হয়। এতে মোট ২০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) মোট ১০ হাজার কেজি অবৈধ চিনি পাওয়া যায়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ২শ বস্তা চিনির সন্ধান পাওয়া যায়। ভারতীয় অবৈধ পথে আসা এই চিনি সহ ট্রাকটি থানা হেফাজতে আনা হয়। এঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।