পূর্বধলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৯৬ টি পরিবারের মাঝে ২শ বান্ডেল ঢেউটিন ও ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৯ মে) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুঃস্থ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত আসন-৩১৮) জাকিয়া পারভীন খানম মনি এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য শাহনাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল প্রমুখ।