পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে’র সাথে মতবিনিময় করেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম পূর্বধলাতে এ মতবিনিময় সভা করেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জিনিয়া জামান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহাম্মদ আইয়ুব আলী, মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অব্দুল কাদির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
এসময় মতবিনিময় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার প্রমুখ।
এছাড়া জেলা প্রশাসক পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আশ্রয়ন প্রকল্প, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জারিয়া ইউনিয়ন পরিষদ, খলিশাউড় ভুমি অফিস পরিদর্শন করেন।