পূর্বধলায় জুয়ার আসর থেকে ১০ জুয়ারি আ.টক


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জুয়ার খেলা আসরে অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৮ জুলাই) দিবাগত ৩ টায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাদের আটক হয়।
আটককৃত ব্যক্তিরা, ওই পাবই গ্রামের এখলাছ উদ্দিন (৩৫) মোঃ শাহিন মিয়া (৩০ ), মোঃ সাইদুল ইসলাম (৩৫), অলিউল্লাহ (২৫), খোকন মিয়া (৩৮), আবুল কাশেম (৬০), হাদিস মিয়া ( ৩৫) মোঃ নজরুল ইসলাম (২৭) মোঃ মোস্তাক (৫০), এবং মোঃ মেহেদী হাসান (১৮)।
জানা যায়, শুক্রবার-শনিবার মধ্যরাতে উপজেলার পাবই গ্রামে ঘরের ভিতর জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার খলিশাউড় পাবই গ্রামে জুয়ার আসর থেকে ১০ জুয়ারি আটক করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।