পূর্বধলায় জিডি মূলে মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশনায় এএসআই মো: মোখলেছুর রহমান এর প্রচেষ্টায় জিডি মূলে ২ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) প্রকৃত মালিকের নিকট মোবাইল ২টি তোলে দেন জেলার শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
জিডি সূত্রে জানা গেছে, গেল বছর ২১ নভেম্বর পূর্বধলা বাজারের ব্যবসায়ী পিয়েল হাসান বাবু’র ২টি মোবাইল হারিয়ে যায়। পরে তিনি পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মোবাইল উদ্ধার করা হয় ভোলা জেলার বাংলা বাজার এলাকা হতে।
অত্যন্ত দক্ষতা ও তথ্য প্রযুক্তির সর্বোত্তম সদ্ব্যবহারে চৌকস এএসআই মো: মোখলেছুর রহমান এর দায়িত্ববান ভূমিকার কল্যাণে এই সফল অর্জন বলে মনে করছে সচেতনমহল। এর আগে তিনি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছর যাবৎ পলাতক এক আসামীকে গ্রেপ্তার করে প্রশংসিত হয়েছেন। যাতে পূর্বধলা থানা পুলিশের মুখ উজ্জল করেছেন।
পূর্বধলা থানার কর্তব্যপরায়ন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূর্বধলা থানা এলাকার সকল শ্রেণীর মানুষের সমস্যার সমাধান পুলিশ সর্বদা সক্রিয় ভাবে ভূমিকা পালন করবেন। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।