পূর্বধলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোণা : নেত্রকোণার পূর্বধলায় ‘মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, চেক বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার(২ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম এর সভাপতিত্ব ও সমাজসেবা অফিসার মহিবুল্লাহ হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী আকন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।