পূর্বধলায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, আলোচন সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ , আগস্ট ১৬, ২০২৩

পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোনাঃ নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৬১ নেত্রকোণা ৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার তুহিন আহমদ খান’র উদ্যোগে মঙ্গলবার দুপুরে পূর্বধলা কেন্দ্রীয় ঈদগা মাঠে যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। শুরুতেই পবিত্র কোরআন থেকে আয়াতে কালিমা পাঠ করা হয়। শোক সভা শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রফিকুল আলম শাহ এর সভাপতিত্বে, আগিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৬১ নেত্রকোণা ৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার তুহিন আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমীন খান পাঠান শওকত, খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক নাদিরুজ্জামান স্বপন, গোহালাকান্দা ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সবুজ, বৈরাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি এমদাদ হোসেন, বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা আকাশ আহমেদ, যুবরাজ, তালহা সহ আরো অনেকেই। এছাড়া উক্ত শোক সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের স্বরযন্ত্রকারীরা ৭৫এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে, দেশকে অকার্যকর করতে চেয়েছিল কিন্তু এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামীলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে তাই তাকে পুণরায় ক্ষমতায় আনতে চায়। স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প নাই। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত বক্তারা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com