পূর্বধলায় জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে পূ্র্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার এর সভাপতিত্বে ও পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা মোঃ মাসউদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার,থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,
বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতি পূর্বধলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম মর্তুজা, মুক্তিযোদ্ধা সন্তান শহিদুল ইসলাম আঙ্গুর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হাসান আব্দুল্লাহ আল (তারেক) প্রমুখ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।