পূর্বধলায় জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ , আগস্ট ১৬, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে পূ্র্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার এর সভাপতিত্বে ও পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা মোঃ মাসউদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার,থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,

বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতি পূর্বধলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম মর্তুজা, মুক্তিযোদ্ধা সন্তান শহিদুল ইসলাম আঙ্গুর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হাসান আব্দুল্লাহ আল (তারেক) প্রমুখ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com