পূর্বধলায় জাতীয় ভোটার দিবস পালিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও স্মার্টকার্ড বিতরণ করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজওয়ানা কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রয়ক কর্মকর্তা খন্দকার মুনতাসির মামুন, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, বিএনপি নেতা আশরাফ হোসেন তালুকদার, বিএনপি নেতা শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান নয়ন, সাবেক আমীর মাও. নজরুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।