পূর্বধলায় জমায়াতে ইসলামের আনন্দ মিছিল


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আজ মঙ্গলবার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে। পরে উপজেলা সদর বাজারের স্টেশন রোড মোড়ে সংক্ষিপ্ত সামাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ছাদেক আহমদ হারিছ, উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাসুম মোস্তফা, জামায়াত নেতা তাজুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি উমর ফারুক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীবৃন্দ অংশগহন করেন। সংক্ষিপ্ত বক্তব্য নেতৃবৃন্দরা বলেন খুনি, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনে দেশ আজ শৃংখলমুক্ত হয়েছে।
এ এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মর মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়। সংখ্যালঘুদের উপর কেউ যাতে হামলা করতে না পারে এবং কোন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান।