পূর্বধলায় চাঞ্চল্যকর দুলাল হত্যার ঘটনায় চার ঘন্টার মধ্যে ২ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ , এপ্রিল ১৩, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর দুলাল(৪৫) হত্যাকান্ডের ঘটনায় সোহান (২৫) ও সোলেমান (১৮) নামে দুই আসামী গ্রেপ্তার। গ্রেপ্তার-সোহান (২৫) ও সোলেমান (১৮) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া গ্রামের সুহেলের ছেলে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১ ঘটিকায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া বাজারে প্রকাশ্য দিবালোকে  ছুরিকাঘাতে মোঃ দুলাল মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালককে খুন হয়েছেন।

স্থানীয় আরো জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে ওই মঙ্গলবাড়িয়া গ্রামের আমজাদ আলী’র ছেলে সুহেল (৪৫) এর সঙ্গে দুলাল মিয়ার বিরোধ চলিয়া আসছিল। গত দুই বছর পূর্বে ঝগড়ার ঘটনায় সুহেল ও তার ছেলে সোহান এবং সোলায়মানের হুমকি ও প্রাণনাশের ভয়ে ঢাকা শহরে পারি জমায়। এ বছর ২৬ মার্চ নাড়ির টানে বাড়ি ফিরে দিন মজুরী করে জীবনযাপন করতে থাকে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পূর্ব শত্রুতার জেরে অটো চালক দুলালকে সুহেলের ছেলে সোহান (২৫) তাড়া করে মঙ্গলবাড়ীয়া বাজারস্থ সুহেলের চায়ের দোকানের সামনে আসলে সুহেল তার হাতে থাকা কাঠের লাকড়ী দিয়ে এলোপাতাড়ি বারি মারতে থাকে।

হঠাৎ সুহেলের ছেলে সোহান পিছন দিক থেকে পেঁয়াজ কাটার ছুরি দিয়ে দুলালকে উপর্যুপরি পিঠে বুকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে দুলাল মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এঘটনায় তাৎক্ষণিক সোহেল এর ছেলে সোহান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে  থানার এসআই শওকত আলী ও এসআই সোনোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স সোহেল এর আরেক ছেলে  সোলেমান (১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com