পূর্বধলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জাকিয়া পারভীন খানম এমপি’র চেক বিতরণ
পূর্বধলা, নেত্রকোণা: নেত্রকোণার পূর্বধলা উপজেলার খলিশাউড়, গোহালাকান্দা ও নারান্দিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমপি জাকিয়া পারভীন খানম’র চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স সংরক্ষিত মহিলার আসনের এমপি জাকিয়া পারভীন খানম’র ঐচ্ছিক তহবিলের পাঁচ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা আবুল কালাম তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মুজিবুর, সাবেক ছাত্রনেতা আকাঈদুল ইসলাম, মুকুল কায়সার আকন্দ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ পূর্বধলা উপজেলার খলিশাউড়, গোহালাকান্দা ও নারান্দিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়ে সাধারণ মানুষের ঘরবাড়ি, ফসল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। খবর পেয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সংরক্ষিত মহিলার আসনের এমপি জাকিয়া পারভীন খানম তাদের পাশে আর্থিক সহায়তার হাত বাড়ান। তাদেরকে আরো আর্থিক সহায়তা করতে এ চেক বিতরণ করেন।